খেলা বিভাগে ফিরে যান

Paris Olympics: অব্যর্থ লক্ষ্য, ব্যাডমিন্টন সিঙ্গলসের কোয়ার্টারে পৌঁছে গেলেন লক্ষ্য সেন

August 1, 2024 | < 1 min read

কোয়ার্টারে পৌঁছে গেলেন লক্ষ্য সেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অলিম্পিক্সে এইচএস প্রণয়ের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে ভারতের পদকের আশা বজায় রাখলেন লক্ষ্য সেন। এদিন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তিনি।

প্রণয়ের বিরুদ্ধে ৫-৩ করে ফেললেন লক্ষ্য। প্রি কোয়ার্টারে আজ প্রথম গেম জিতে নেন ২১-১২ ব্যবধানে, ২১ মিনিট সময় লাগে। দ্বিতীয় গেম জিতলেন ২১-৬-এ, সময় নিলেন ১৮ মিনিট। লক্ষ্য গ্রুপ এল-এর ম্যাচে গুয়াতেমালার কেভিড কর্ডনকে হারিয়েছিলেন ২১-৮, ২২-২০-তে। তবে কর্ডন পরে সরে দাঁড়ানোয় এই ম্যাচে জয়ের পয়েন্ট কাটা যায় লক্ষ্যর। আগামীকাল সেমিফাইনালে উঠতে লক্ষ্যকে মুখোমুখি হতে হবে চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lakshya Sen, #paris olympics, #HS Prannoy Pre-Quarter Final, #badminton

আরো দেখুন