বিনোদন বিভাগে ফিরে যান

জানেন কত কম দিনে তৈরি হয়েছে ছবিগুলো! দেখুন তালিকা

August 2, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতে প্রতি বছর বিভিন্ন ভাষা মিলিয়ে এক হাজারের বেশি চলচ্চিত্র নির্মিত হয়। বহু সিনেমা রয়েছে, যেগুলো খুব অল্প সময়ে শেষ হয়েছে।

ধামাকা:


কার্তিক আরিয়ান ও মৃণাল ঠাকুর অভিনীত ‘ধামাকা’র পরিচালক ছিলেন রাম মাধবানি। ছবির শুটিং শেষ হয়েছে মাত্র ১০ দিনে।

হারামখোর:


মাত্র ১৬ দিনেই শেষ হয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও শ্বেতা তিওয়ারি অভিনীত ছবি ‘হারামখোর’র শুটিং।

জলি এলএলবি ২:


অক্ষয় কুমার ও হুমা কুরেশি অভিনীত ‘জলি এলএলবি ২’-র শুটিং মাত্র ৩০ দিনে শেষ হয়েছে। সুভাষ কাপুর পরিচালনা করেন।

তনু ওয়েডস মনু রিটার্নস:


আনন্দ এল রাই পরিচালিত কঙ্গনা রানাউত ও আর. মাধবন অভিনীত ছবি ‘তনু ওয়েডস মনু রিটার্নস’র শুটিংও মাত্র ৩০ দিনে শেষ হয়েছে।

হাউসফুল ৩:


অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্দেজ, লিসা হেডন অভিনীত ‘হাউসফুল ৩’-র শুটিং মাত্র ৩৮ দিনে শেষ হয়।

কী এবং কা:


কারিনা কাপুর এবং অর্জুন কাপুর অভিনীত ছবি ‘কি অ্যান্ড কা’ মাত্র ৪৫ দিনে শুট করা হয়। ছবিটি ১০৩ কোটি টাকা আয় করে।

বেরেলি কি বরফি:


আয়ুষ্মান খুরানা, কৃতি স্যানন এবং রাজকুমার রাও অভিনীত ছবি ‘বরেলি কি বরফি’-র শুটিং ৬০ দিনে শেষ হয়।

কাবিল:


হৃতিক রোশন এবং ইয়ামি গৌতম অভিনীত ছবি ‘কাবিল’ সুপারহিট হয়েছিল। ছবিটি মাত্র ৮৮ দিনে বানানো হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#short time, #Bollywood

আরো দেখুন