দেশ বিভাগে ফিরে যান

সংসদের কড়চা: দিনভর অধিবেশনে কী কী করলেন তৃণমূল সাংসদেরা?

August 2, 2024 | 1 min read

লোকসভা:

এমআরপির চেয়ে অধিক দামে যে সব সংস্থা ওষুধ বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করছে কেন্দ্র সরকার? প্রশ্ন তোলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ

Covaxin-এর জন্য ICMR-NIV-এর সঙ্গে যৌথ পেটেন্ট দাখিল না-করার বিষয়ে এবং কোন কোন দেশে উৎপাদিত ও রপ্তানি করা শটগুলির সংখ্যা সম্পর্কে ভারত বায়োটেককে প্রাথমিকভাবে প্রশ্ন করা হয়েছে কি-না সে’বিষয়ে প্রশ্ন করেন দমদমের সাংসদ সৌগত রায়

লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সরকারের কাছে জীবনবীমা এবং ওষুধের উপর ১৮% জিএসটি প্রত্যাহারের দাবি জানান।

২০২৪-‘২৫ সালের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অনুদানের দাবিতে আলোচনা ও ভোটদানের সময় শর্মিলা সরকারের বক্তৃতা করেন।

জিরো আওয়ারে, PSU এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের হলদিয়া এবং কোডারমা তাপবিদ্যুৎ ইউনিটগুলির কাজ শেষ না-হওয়ার কারণ জানতে চান কীর্তি আজাদ

রাজ্যসভা:

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন পয়েন্ট অফ অর্ডার, রুল ২৯(৩) উদ্ধৃত করে, শুক্রবার প্রাইভেট মেম্বার’স বিলের জন্য সংরক্ষিত থাকায়, আগামী সোমবার অধিবেশনের আইনি কাজ শুরু করার অনুরোধ করে।

সাংসদ মমতা ঠাকুরের জিরো আওয়ারে দেশবাসীকে (বিশেষ করে ইতিমধ্যেই যাঁদের ভোটাধিকার প্রয়োগ করার নথি রয়েছে।) পৃথক নাগরিকত্বের প্রমাণ দেখাতে বাধ্য না-করার জন্য সরকারের কর্তব্য সম্পর্কে উল্লেখ করেন।

পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট গঠনে ভারতের সুপ্রিম কোর্ট ও বোম্বে হাইকোর্টের স্থগিতাদেশের কারণ সম্পর্কে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করেন দোলা সেন

প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সাকেত গোখলে প্রশ্ন করেন, সংশ্লিষ্ট মন্ত্রীকে তাঁর বক্তব্য তথ্য দিয়ে প্রমাণ করতে বলেন যে বাংলায় ভুয়ো খবরের সমস্যা সবচেয়ে বেশি।

প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ সম্পূর্ণ করার সময়সীমা কতবার বাড়ানো হয়েছে এবং এর কারণ সম্পর্কে প্রশ্ন করেন নাদিমুল হক

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #AITC MPs

আরো দেখুন