রাজ্য বিভাগে ফিরে যান

ঝাড়গ্রাম দিয়ে জেলা সফর শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী

August 2, 2024 | < 1 min read

মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের জেলায় জেলায় নজর। আবারও জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পর প্রথম জেলা সফর করতে চলেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার অধিবেশন শেষ করেই জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, প্রথমে তিনি যাচ্ছেন ঝাড়গ্রামে।

বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ ও ৯ অগাস্ট এই দুদিন ঝাড়গ্রাম জেলায় আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রশাসনিক স্তরেও কয়েকটি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম জেলার জন্য কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে পারেন মমতা বলেই নবান্ন সূত্রে খবর।

২০২৬ সালে রাজ্যে বিধানসভা ভোট। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন তিনি। যা দেখে প্রস্তুত তৃণমূলের অন্যান্য জেলা নেতৃত্বও।

জঙ্গলমহলের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে মমতার। বরাবরই বাড়তি নজর দেন জঙ্গলমহলে। এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রও পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হারিয়ে জেতেন অরূপ চক্রবর্তী। এখন তিনি বিধায়ক থেকে সাংসদ হয়েছেন। তাই আলাদা একটা গুরুত্ব রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #West Bengal, #Mamata Banerjee, #JHARGRAM

আরো দেখুন