দেশ বিভাগে ফিরে যান

জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় ১৮% GST! বিরোধিতায় নির্মলাকে চিঠি মমতার, সোমবার সংসদে ঝড় তুলবে তৃণমূল?

August 2, 2024 | 2 min read

নির্মলা সীতারামনকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটির বোঝা চাপিয়েছে মোদীর নেতৃত্বাধীন এনডিএ, যার বিরুদ্ধে প্রথম থেকে সরব তৃণমূল কংগ্রেস। এবার জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর থেকে ১৮ শতাংশ জিএসটির বোঝা প্রত্যাহারের দাবি জানিয়ে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার না-করা হলে রাজপথে নামতে বাধ্য হবেন, এমনটা সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডলে তিনি লেখেন, জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার ক্ষেত্রে জিএসটি নেতিবাচক। মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রেই তা বিরূপ প্রভাব ফেলছে। মমতার কথায়, কেন্দ্রীয় সরকার যদি এই জনবিরোধী জিএসটি প্রত্যাহার না-করে তাহলে, তিনি রাস্তায় নামতে বাধ্য হবেন।

বৃহস্পতিবার, রাজ্যসভায় এ’বিষয়ে সরব হন তৃণমূলের দুই সাংসদ দোলা সেন এবং সাকেত গোখলে। এর আগে ২৯ জুলাই রাজ্যসভায় সাকেত একই বিষয়ে প্রশ্ন তোলেন। শুক্রবার, লোকসভার আলোচনাতেও এই ইস্যু উঠে আসে। কেন্দ্রের কাছে জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে অতিরিক্ত জিএসটি প্রত্যাহারের দাবি জানান লোকসভার দুই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র।

ইতিমধ্যেই রাজ্যসভায় এ’বিষয়ে নোটিশ এনেছেন তৃণমূল। জানা যাচ্ছে, আগামী সোমবার ফের স্বাস্থ্যবিমায় জিএসটি চাপানো নিয়ে সংসদের উভয় কক্ষে সরব হবে তৃণমূল। তার আগে আজ মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী কেন্দ্রের অর্থমন্ত্রীকে চিঠি দিলেন।

দেখে নিন সেই চিঠি

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #Nirmala Sitharaman, #GST, #Life Insurance, #health insurance premiums, #Mamata Banerjee

আরো দেখুন