খেলা বিভাগে ফিরে যান

ISL-এ কলকাতার ময়দানের তিন প্রধান, কীভাবে কথা রাখলেন বাঙালির ‘দাদা’ সৌরভ?

August 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহমেডান স্পোর্টিং ক্লাবের ত্রাতা হয়ে উঠলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ইন্ডিয়ান সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে মহমেডান স্পোর্টিং ক্লাব। আইএসএলে খেলতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। দরকার ইনভেস্টর এবং স্পনসর।

আইএসএলে যোগ্যতা অর্জনের পরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন মহমেডান স্পোর্টিংয়ের ক্লাব কর্তারা। সৌরভ কথা দিয়েছিলেন, তিনি বিষয়টা দেখবেন। একটি জার্মান সংস্থার সঙ্গেও কথা বলছিলেন সৌরভ। সমস্যা মিটেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে মহমেডান স্পোর্টিং ক্লাব একটি বিবৃতি দিয়েছে। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি।

মহমেডান স্পোর্টিং বিবৃতিতে জানিয়েছে, শ্রাচী গ্রুপের সঙ্গে মউ স্বাক্ষর করেছে মহমেডান। শ্রাচী গ্রুপ আগামী দু-মরশুমের জন্য মহমেডান স্পোর্টিংকে ৩৫ কোটি টাকা করে দেবে, এমনটাই জানিয়েছেন শ্রাচী গ্রুপের প্রধান রাহুল টোডি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sourav Ganguly, #Football, #ISL, #Mohammedan Sporting Club

আরো দেখুন