খেলা বিভাগে ফিরে যান

স্পেনকে হারিয়ে তিরন্দাজির সেমিফাইনালে অঙ্কিতা-ধীরজ, হকিতে ছেলেরা হারাল অস্ট্রেলিয়াকে

August 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্যারিস অলিম্পিকের তিরন্দাজিতে মিক্সড ইভেন্টে সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরার জুটি স্পেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে।

হকিতে ভারতের পুরুষ দল অস্ট্রেলিয়াকে হারালো ৩-২ গোলে। ১৯৭২-র মিউনিখ অলিম্পিকের পর অস্ট্রেলিয়াকে অলিম্পিকে হারাল ভারত।

হরমনপ্রীত সিংয়ের জোড়া গোল এবং অভিষেকের গোল ভারতকে এই ঐতিহাসিক জয় এনে দেয়। অস্ট্রেলিয়ার হয়ে গোল করেন ক্রেইগ থমাস ও গভার্স ব্লেক।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Archery, #Paris Olympics 2024, #Dhiraj Bommadevara, #Ankita Bhakat

আরো দেখুন