বিনোদন বিভাগে ফিরে যান

অসুস্থ অরিজিৎ সিং, বাতিল সমস্ত কনসার্ট

August 2, 2024 | < 1 min read

প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং। ক্রেডিট: ফেসবুক/অরিজিৎ সিং

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বলিউড তথা ভারতীয় বিনোদন জগতের অন্যতম ব্যস্ত এবং সফল গায়ক হলেন অরিজিৎ সিং। বলা ভালো দর্শক-শ্রোতাদের আবেগের আরেক নাম অরিজিৎ সিং। ৮ থেকে ৮০ সকলেই মজে তাঁর গানের সুরে। কিন্তু এদিন গায়ক একটি দুঃসংবাদ শোনালেন তাঁর অনুরাগীদের। জানালেন তিনি ভালো নেই।

সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিৎ সিং জানিয়েছেন, তাঁর শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। চিকিৎসা চলছে। তাই বাধ্য হয়েই আগে থেকে ঠিক করে রাখা এই মাসের সমস্ত শো বাতিল করতে হচ্ছে তাঁকে। সেই সঙ্গে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে অরিজিৎ লিখেছেন, “সকলকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অসুস্থতার কারণে আগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে আমাকে। আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্যভীষণভাবে অপেক্ষা রয়েছেন। কিন্তু আমি অন্তর থেকে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের এই এত ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়াটাকে একটি প্রতিজ্ঞায় পরিণত করি চলুন যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হবে।’’ তবে অরিজিৎ সিংয়ের ঠিক কী হয়েছে? সেটা অবশ্য জানা যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Arijit Singh, #Sick, #concerts, #Singer, #Health Update

আরো দেখুন