দেশ বিভাগে ফিরে যান

বিতর্কিত IAS পূজা খেড়করের নিয়োগ বাতিল করল UPSC

August 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিতর্কিত আইএএস পূজা খেড়করের নিয়োগ বাতিল করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। অভিযোগ উঠেছিল, সংরক্ষণের সুবিধা নিতে শংসাপত্র জাল করে একাধিক বার ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন পূজা খেড়কর। ২৫ জুলাইয়ের মধ্যে কারণ দেখাতে বলা হয়েছিল তাঁকে। আগামী ৪ আগস্ট পর্যন্ত সময় দেওয়ার অনুরোধ করেছিলেন পূজা। সেই আবেদন নাকচ করে ইউপিএসসি ৩০ জুলাই, বুধবার পর্যন্ত সময় দিয়েছিল। জানানো হয়েছিল, এই শেষ সুযোগ। এরপর আর কোনও অনুরোধ শোনা হবে না।

বুধবার ইউপিএসসি বিবৃতি দিয়ে জানিয়েছে, বাড়তি সময় দেওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শাতে ব্যর্থ হয়েছেন পূজা। ২০২২-এর আইএএস নিয়োগ প্রক্রিয়ায় তাঁর নিয়োগ বাতিল করা হল। আজীবনের জন্য তাঁকে বহিষ্কার করা হল। ভবিষ্যতে আর এই পরীক্ষায় বসতে পারবেন না তিনি। ইউপিএসসি জানিয়েছে, ২০০৯ থেকে ২০২৩-এর মধ্যে নিযুক্ত ১৫,০০০রও বেশি আমলার যাবতীয় নথি খতিয়ে দেখেছে তারা। এখনও পর্যন্ত পূজা ছাড়া অন্য কোনও আমলার বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Puja Khedkar, #UPSC, #IAS

আরো দেখুন