রাজ্য বিভাগে ফিরে যান

ন্যায় সংহিতা ও তিন ফৌজদারি আইন বিরোধী প্রস্তাব পাশ বিধানসভায়

August 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বুধবার বিধানসভায় ন্যায় সংহিতা এবং তিন ফৌজদারি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। পরে প্রস্তাব পাশ হয়ে যায় বিধানসভায়। বুধ এবং বৃহস্পতিবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে এ বিষয়ে আলোচনা হয়। বিরোধিতা করে বিজেপি। পক্ষে মত দেয় তৃণমূল কংগ্রেস।

বিল পেশের আগে কেন্দ্রের তরফে রাজ্যকে পাঠানোর চিঠির তালিকা তুলে ধরে বিজেপি বিধায়করা জানান, এই আইন কার্যকর করার অনেক আগেই পশ্চিমবঙ্গের মতামত চাওয়া হয়েছিল। তবু এই আইন নিয়ে তৃণমূল এখন বাধা দিচ্ছে।

তৃণমূল বিধায়করা পাল্টা তথ্য দেন, বিলের বিরোধিতা করে তিনটি চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বিরোধী দলনেতা দাবি করেন, অনুপ্রবেশ ও ধর্মান্তরণ বিরোধী বিল আনা হোক। পাল্টা তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার, তরুণ মাইতি, দেবাশিস কুমার ও হুমায়ুন কবির তাঁদের বক্তব্যে তুলে ধরেন, ইন্ডিয়ান পেনাল কোড ছিলই। ফলে কেন্দ্রের তরফে এই আইন আনার কোনও প্রয়োজন ছিল না। তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রস্তাব দেন, কেন্দ্রের নয়া আইনটি এতটাই স্পর্শকাতর যে সুপ্রিম কোর্টে মামলা করা উচিত। আর এই বিষয়ে গণআন্দোলন ও জনগর্জন হোক।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #politics, #West Bengal Legislative Assembly, #nyay sanhita

আরো দেখুন