পুরনো মোড়কে ফের নতুন চমকে! খড়্গপুর-মোড়গ্রাম ন্যাশনাল হাইস্পিড রোডের ছাড়পত্র মোদী মন্ত্রিসভার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খড়গপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত চার লেনের ইকোনমিক করিডোর তৈরি করছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এটি বর্ধমান, মোরেগ্রাম হয়ে উত্তরবঙ্গে পৌঁছবে। এই ১১৬এ জাতীয় সড়কটি মোরেগ্রামে জাতীয় সড়ক নং ৩৪ এবং জাতীয় সড়ক নং ৬০-র সঙ্গে মিলবে। এরপর সেই সড়কটি শিলিগুড়ি পর্যন্ত যাবে।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে, ১২ হাজার কোটি টাকা ব্যয়ে খড়্গপুর-শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে তৈরি করবে। আর শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির বৈঠকে সিদ্ধান্ত হল, খড়্গপুর-মোড়গ্রাম ন্যাশনাল হাইস্পিড রোড করিডর তৈরি হবে। আদতে যা পূর্ব ঘোষিত খড়্গপুর-শিলিগুড়ি এক্সপ্রেসওয়েরই আওতাভুক্ত! অর্থাৎ পুরনো মোড়কে ফের নতুন চমকের ঘোষণা করল মোদী সরকার।
খড়্গপুর-মোড়গ্রাম হাইস্পিড করিডরের ফলে বাংলার সঙ্গে উত্তর-পূর্বের অর্থনৈতিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবর্ষে জাতীয় সড়ক উন্নয়ন খাতে বাংলার কোন কোন প্রকল্পের কাজ হবে এবং কত টাকার কাজ হবে সেই সংক্রান্ত চিঠি দিয়েছিল কেন্দ্র। রাজ্যের প্রস্তাব থাকা সত্ত্বেও ২৮ জুনের ৫৬ পাতার সেই চিঠিতে বাদ পড়েছিল এই প্রকল্প। যার তীব্র প্রতিবাদ জানিয়েছিল রাজ্য প্রশাসন। জানা গিয়েছে, ইতিমধ্যে এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া অনেকটাই এগিয়ে রাখা হয়েছে। কিন্তু, অর্থ বরাদ্দ না হওয়ায় অধিগ্রহণের কাজ থমকে ছিল।