আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিক্স ফুটবলের সেমিফাউনালে ফ্রান্স, খেলার শেষে হাতাহাতি ফুটবলারদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৪ অলিম্পিক গেমসের ফুটবলের কোয়ার্টার ফাইনালে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ফ্রান্স। খেলার ৫ মিনিটে জয়সূচক গোলটি করেন জ্যাঁ-ফিলিপ মাতেতা। ম্যাচের শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুদলের ফুটবলাররা।
কাতার বিশ্বকাপ ফাইনালের পর মধুর প্রতিশোধ নিল ফ্রান্স। কোপা আমেরিকা জেতার পরে ফ্রান্সের ফুটবলারদের নিয়ে কটাক্ষ করেছিলেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ। ফলে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালের আগে উত্তেজনার পারদ চড়ছিল।
ঘরের মাঠ বোর্দোয় খেলতে নেমেছিল ফ্রান্স। ম্যাচ শেষের পরে ফরাসিরা আনন্দ-উল্লাস শুরু করে দেন। ফ্রান্সের ফুটবলাররাও উদযাপন শুরু করে দেন। সেই সময়ে ফ্রান্সের ফুটবলার এনজো মিলোট আর্জেন্টিনার ডাগ আউট লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন।
আর্জেন্টিনার ফুটবলাররাও রেগে যান। পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। দুদলের ফুটবলারদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঝামেলায় জড়িয়ে পড়েন দুদলের কোচ-কর্তারাও। মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। তবে পুলিশ সতর্ক ছিল বলে ঘটনা নাগালের বাইরে যায়নি ।
মঙ্গলবার সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মিশর।