খেলা বিভাগে ফিরে যান

Paris Olympics 2024: শনিবার কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা

August 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শনিবার প্যারিস অলিম্পিক্সের অষ্টম দিন।

একনজরে দেখে নিন কখন, কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা

১২:৩০:

গলফ– পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে, রাউন্ড ৩, শুভঙ্কর শর্মা, গগণজিৎ ভুল্লার।

শুটিং – মহিলাদের স্কিট, কোয়ালিফিকেশন, প্রথম দিন, রাইজা ধিলন ও মহেশ্বরী চৌহান।

শুটিং – পুরুষদের স্কিট, কোয়ালিফিকেশন, দ্বিতীয় দিন, অনন্ত জিত সিং নারুকা।

১:০০
শুটিং– মহিলাদের ২৫ মিটার পিস্তল, ফাইনাল: মনু ভাকের

১:৫২:
তীরন্দাজ

মহিলাদের (ব্যক্তিগত), ভজন কৌর বনাম মিশেল ক্রপ।

২:০৫: মহিলাদের (ব্যক্তিগত), দীপিকা কুমারী বনাম ডায়ানন্দা (ইন্দোনেশিয়া)

৩:৪৫: সেইলিং

পুরুষদের ডিঙ্গি রেস ৫ ও রেস ৬, বিষ্ণু সারাভানান

৭:০৫- সেইলিং, মহিলাদের ডিঙ্গি রেস ৫ ও রেস ৬, নেত্রা কুমানন।

১১:০৫:
আথলেটিক্স

পুরুষদের শট পুট (যদি কোয়ালিফাই করে), তেজিন্দার পাল সিং তুর।

০০:১৮: বক্সিং
পুরুষ, ৭১ কিলো, কোয়ার্টার ফাইনাল- নিশান্ত দেব ও মার্কো আলোনসো।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #paris, #Athletes, #paris olympic, #Paris Olympics 2024

আরো দেখুন