নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী সরকার ১২০০ কোটি খরচ করে তৈরি নতুন সংসদ ভবন তৈরী করার পর তাতে জল ঢেলে দিল বর্ষাকাল!
তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর গত বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন যাতে দেখা গিয়েছিল, সংসদের লবিতে ছাদ থেকে সমানে চুঁইয়ে পড়ছে জল যা কিনা বালতি দিয়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।। মেঝেতেও সর্বত্র জল থইথই!
এদিন কামাল খান (@kamaalrkhan)নামক এক অভিনেতা একটি ভিডিও পোস্ট করেন তাঁর X- হ্যান্ডল থেকে, যেখানে দেখা যাচ্ছে, সংসদ ভবনের মেঝেতে জলের ধারাস্রোত বয়ে চলেছে।ভিডিওতে কাউকে হিন্দিতে বলতে শোনা যাচ্ছে, ‘‘ইয়ে হ্যায় হমারে রাজ্যসভা!’’ অর্থাৎ, এই হল আমাদের রাজ্যসভা, সুতরাং অনেকেই মনে করছেন, ওই জলস্রোত বইছে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা চত্বরে।
(দৃষ্টিভঙ্গি ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)
দেখুন সেই ভিডিও
Dekho Bhai Aaap Kuch Bhi Kaho Lekin Maan Naa Padega Modi Ji Ko. Modi ji has made such a beautiful Rajya Sabha that people can do swimming also. pic.twitter.com/fIiEztb51I