দক্ষিণ ২৪ পরগনা একদিনে ১০৫.০৭ মিলিমিটার বৃষ্টিপাত, চাষবাসের ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। আর এই ত্রিফলায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিছুটা কমবে বৃষ্টির প্রভাব। এ দিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১০৫.০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত বেশি হলেও চাষবাসের ক্ষেত্রে এর কোনও ক্ষতিকর প্রভাব পড়বে না বলেই দাবি সাধারণ কৃষক থেকে জেলার কৃষি আধিকারিকদের। তাঁদের বক্তব্য, গোটা জুলাই মাসে সেভাবে বৃষ্টিপাত হয়নি। ঘূর্ণাবর্তের জেরে একদিনে যা বৃষ্টি হয়েছে, তা ধান ও সব্জি চাষের জন্য যথেষ্ট অনুকূল। ভালো ফলনের আশা করা হচ্ছে।
রাজ্যের অন্যান্য কয়েকটি জেলায় যখন ভারী বৃষ্টিতে চিন্তা বাড়লেও দক্ষিণ ২৪ পরগনায় উদ্বেগের কোনও কারণ নেই বলে মনে করছেন তাঁরা। জুলাই মাসে জেলায় বৃষ্টির ঘাটতি ছিল ১৪ শতাংশ। এই একদিনের বৃষ্টিতে সেই ঘাটতি অনেকটাই পুষিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। জুলাই মাসে কম বৃষ্টির কারণে বীজতলা তৈরির কাজ ধীর গতিতে হয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত গোটা জেলায় ৫০ শতাংশ মতো জমিতে রোপণের কাজ হয়েছে। এই বৃষ্টির পর বীজতলা বসানোর কাজে আরও গতি আসবে বলে দাবি আধিকারিকদের। জেলার অনেক ব্লকে অবশ্য ইতিমধ্যে ধান রোপণের কাজ শেষ। সেই গাছের গোড়া এতদিনে মজবুত হয়ে যাওয়ায় কিছুটা জল দাঁড়ালেও কোনও ক্ষতির আশঙ্কা নেই বলে জানাচ্ছেন কৃষকরা।