বিনোদন বিভাগে ফিরে যান

উপচে পড়ছে শরীরী আগুন, এবার নয়া রূপে উষ্ণতা ছড়ালেন মধুমিতা

August 4, 2024 | 2 min read

মধুমিতা সরকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মধুমিতা সরকার, তিনি অনুরাগীদের কাছে ‘সেক্সিং বং বিউটি’। টলিপাড়ার মিষ্টি নায়িকা মাঝেমধ্যেই বোল্ড ফটোশুটে উষ্ণতা ছড়ান নেটপাড়ায়।

তিনি যা পরেন, তাতেই মানিয়ে যায়।

এবার নতুন ফটোশুটেও আগুন হয়ে ধরা দিলেন লাস্যময়ী নায়িকা মধুমিতা।

নেটপোশাকের আড়ালে ঠিকরে বেরিয়ে আসছে অভিনেত্রী মধুমিতার ভরা যৌবন।

কালো রঙের বোল্ড নেটপোশাক থেকে উঁকি দিচ্ছে বক্ষবিভাজিকা। মধুমিতার সাহসী ছবিতে তোলপাড় নেটপাড়া।

সিনেমার পর্দা হোক বা ওটিটি প্ল্যাটফর্ম, সব ক্ষেত্রেই সমান ‘হিট’ মধুমিতা।

বোল্ড মধুমিতার মায়াবী রূপে হাবুডুবু খাচ্ছে নেটিজেনরা।

তাঁর গ্ল্যামারের কাছে অনেক সুন্দরীর সৌন্দর্য ফিকে হয়ে যায়। এবারও নতুন ফ্যাশন শুটে ‘আগুনপাখি’ মধুমিতার ছবি দেখে ভক্তদের চক্ষু চড়কগাছ! (ছবি- ইনস্টাগ্রাম/madhumita_sarcar)

TwitterFacebookWhatsAppEmailShare

#Tollywood, #Bengali Actress, #Madhumita Sarcar, #Bengali Actresses

আরো দেখুন