নিট পরীক্ষা বাতিল না করলেও গোটা ব্যবস্থাটিকে স্বচ্ছ রাখতে একাধিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিট ইউজিতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসার পর পরীক্ষা বাতিলের দাবিতে একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সব মামলাগুলিকে একত্রিত করে একাধিক শুনানির পর শুক্রবার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, বিহারের পটনা এবং ঝাড়খণ্ডের হাজারিবাগ ব্যতীত কোথাও পরীক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি। এই যুক্তিতেই মামলাকারীদের একাংশ পুরো পরীক্ষা বাতিলের যে আর্জি জানিয়েছিলেন, তা খারিজ করে দেয় শীর্ষ আদালত।
কেন মামলাকারীদের দাবি মেনে নিট বাতিল বা নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হল না? তার ব্যাখ্যায় বিচারপতিরা জানিয়েছেন, পাটনা ও হাজারিবাগ ছাড়া আর কোথাও পরীক্ষা ব্যবস্থায় গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে কোনওরকম পদ্ধতিগত ত্রুটি ধরা পড়েনি। ওই দু’টি জায়গা ছাড়া আর কোথাও ব্যাপক হারে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি। প্রসঙ্গত, এনটিএ-এর কার্যকারিতা পর্যালোচনা করতে এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের সুপারিশের জন্য কেন্দ্র একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করেছে। এই প্যানেলের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন ইসরো প্রধান কে রাধাকৃষ্ণান। সুপ্রিম কোর্ট বলেছে, প্রশ্নপত্র ছাপা থেকে তা নিরাপদ স্থানে রাখা, সেগুলি পরীক্ষা কেন্দ্রে পাঠানো— পুরো বিষয়টিতে গোপনীয়তা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য এনটিএ-কে প্রয়োজনীয় পরামর্শ দেবে সরকারি নিযুক্ত এই কমিটি। প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, পরীক্ষা পদ্ধতির ত্রুটি দূর করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, সে বিষয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ জমা দেবে এই বিশেষজ্ঞ কমিটি।