রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে মমতা-হেমন্ত কথা, কী জানালেন মুখ্যমন্ত্রী?

August 4, 2024 | < 1 min read

বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে মমতা-হেমন্ত কথা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হঠাৎ করেই ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায় প্লাবিত হয়েছে বাংলার বিভিন্ন প্রান্ত। রবিবার দুপুরে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে এ বিষয়ে কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তারপরই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে আচমকা প্রচুর জল ছাড়ার বিষয়টি নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজির সঙ্গে তাঁর কথা হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান। তিনি আরও লেখেন, “তেনুঘাট থেকে ছাড়া জলে ইতিমধ্যে বাংলাকে প্লাবিত করতে শুরু করেছে। আমি ওঁকে বললাম, ঝাড়খণ্ডের জলে বাংলায় বন্যা হচ্ছে। যা ম্যান-মেড। বিষয়টির দিকে নজর রাখতে অনুরোধ করেছি।”

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি বন্যা পরিস্থিতির উপর নজর রাখছেন। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসকদের সঙ্গে কথাও বলেছেন। আগামী ৩-৪ দিন প্রাকৃতিক বিপর্যয়ের দিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন তিনি। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Flood Situation, #West Bengal, #Mamata Banerjee, #Hemant Soren

আরো দেখুন