ভ্যান্ডারসের দাপটে ব্যাটিং ধস, শ্রীলঙ্কার কাছে লজ্জার হার ভারতের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রবিবার দ্বিতীয় ওডিআইয়েও ভারতীয় ব্যাটিং লাইন আপে কাঁপুনি ধরালেন শ্রীলঙ্কার স্পিনাররা। প্রথম ম্যাচে টাই করার পর দ্বিতীয় ম্যাচেও স্পিন অস্ত্রে ভারতকে বধ করল শ্রীলঙ্কা। টসে জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান তুলল শ্রীলঙ্কা। এদিন শ্রীলঙ্কার হয়ে ৪৪ বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪০ রানের ইনিংসটি খেলেন কামিন্দু মেন্ডিস। আর ৩৯ রান করেন দুনিত। এই জুটি না থাকলে আরও কম হত তাদের স্কোর। ভারতের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।
অন্যদিকে আজও শ্রীলঙ্কা বিরুদ্ধে গোটা ম্যাচটা ছিল হিটম্যান শো। গত ম্যাচের মতোন এই ম্যাচেও দুরন্ত ব্যাটিং করেছিলেন রোহিত শর্মা। তিনি করলেন ৪৪ বলে ৬৪ রান। মারলেন ৫টি চার ও ৪টি ছয়। দেখে মনে হল তিনি যেন ব্যাটিং করছেন অন্য কোনও পিচে। আর আজও রোহিত আউট হতেই দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। শুভমান গিল ৪৪ বলে ৩৫ করেন। শিবম দুবে ৪ বলে শূন্য রানে লেগ বিফোর। ১৯.৪ ওভারে বিরাট কোহলিও এলডব্লিউ হন ভ্যান্ডারসের বলে। বিরাট ১৯ বলে ১৪ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন অক্ষর প্যাটেল। তিনি ৪৪ বলে ৪৪ করে কট অ্যান্ড বোল্ড হন। শ্রীলঙ্কার হয়ে জেফ্রি ভ্যান্ডারসে তো একাই নেন ৬ উইকেট। ৩ উইকেট পেলেন অধিনায়ক চরিথ আশালঙ্কাও। আর রোহিত শর্মার দুরন্ত ৬৪ রানের ইনিংস সত্ত্বেও ২৪১ রান তাড়া করতে না পেরে সিরিজে পিছিয়ে পড়ল ভারত। ২০৮ রানেই থামল ভারত।