বাংলাদেশে হাসিনা সরকারের পতন, সেনাবাহিনীর শাসনে প্রতিবেশী রাষ্ট্র?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সামরিক শাসনের পথে এগোচ্ছে বাংলাদেশ। আজ, সোমবার দুপুর গড়াতেই ইস্তফা দেন শেখ হাসিনা। সূত্রের খবর, দেশ ছাড়তে তাঁকে ৪৫ মিনিট সময় দেওয়া হয়। জানা যাচ্ছে, হাসিনা ও তাঁর বোন দেশ ছেড়েছেন।
ইতিমধ্যেই শেখ হাসিনার বাসভবন দখল হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, শেখ হাসিনা এখন আগরতলায়। ভারত-বাংলাদেশ সীমান্তগুলিতে সেনা মোতায়েন করা হয়েছে।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা গাজিয়াবাদের বায়ুসেনার হিন্দোন এয়ারবেসে দেখা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আপাতত তাঁকে সেফ হাউসে নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের খবর। ব্রিটেন হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি নয় বলেও জানা গিয়েছে। ভারত সরকার তরফে এখনও কোনও বিবৃতি আসেনি।
২১:00 মেঘালয় সরকার ভারত-বাংলাদেশ বর্ডারে নাইট কার্ফু জারি করেছে।
১৫:৫২ আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন শেখ হাসিনা।
১৫:৩০ ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার হবে।
১৫:২৮ সরকার গঠনের প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন সেনাপ্রধান।
১৫:২৭ সংঘাতের পথে না যাওয়ার আর্জি জানান তিনি।
১৫:২৬ দেশবাসীর সাহায্য চাইছেন বাংলাদেশের সেনাপ্রধান। ভরসা চাইছেন নাগরিকদের। অন্তর্বর্তী সরকার তৈরি করে দেশ চালানো হবে বলে জানালেন তিনি।
১৫:২৫ ফুলবাড়ি ও পেট্রপোল সীমান্ত নামল সেনা।
১৫:২২ বাংলাদেশের সেনাপ্রধান কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।