দেশ বিভাগে ফিরে যান

পেনশন বৃদ্ধির প্রতিশ্রুতি রাখেননি নরেন্দ্র মোদী, আন্দোলনে নামছেন প্রবীণরা

August 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার পেনশন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন। কাজের কাজ কিছুই হয়নি। প্রবীণদের আশা ছিল, লোকসভা ভোটের আগে হয়তো এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে সরকার। সেই আশাও জলে যায়। তাই এবার আরও জোরালো আন্দোলনে নামতে চলেছেন প্রবীণরা। এবার তাঁরা সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে পথে নামবেন।

ইপিএস-৯৫ পেনশনভোগীদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি ইতিমধ্যে দিল্লিতে অবস্থান বিক্ষোভ করেছে। সংগঠনের রাজ্য শাখার সভাপতি তপন দত্ত বলেন, ‘আমরা দিল্লিতে ১১জন সাংসদের সঙ্গে দেখা করি এবং আমাদের দাবিগুলি জানাই। তাঁরা এই বাজেট অধিবেশনেই আমাদের কথা তুলবেন বলে জানিয়েছেন। ৩১ জুলাই কেন্দ্রীয় পিএফ কমিশনারের সঙ্গেও আমাদের বৈঠক হয়। সেখানে তিনি আমাদের স্বপক্ষে যাবতীয় তথ্য এবং বিকল্প পথের সন্ধান দিয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর উদ্দেশে চিঠি দিতে বলেছেন। আশা করি সুফল মিলবে। তবে একটা বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকারের কাছে আর আমাদের দাবি নিয়ে ভিক্ষা চাওয়া হবে না। কারণ, স্বয়ং প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। ৭৮ লক্ষ পেনশনভোগীর পরিবার মানে কয়েক কোটি ভোট। সেই লোকবল আমরা এবার কাজে লাগাব। সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হয়েও এবার আমরা সরাসরি বিজেপি বিরোধী প্রচারে নামব।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #pension, #promise, #Protesting

আরো দেখুন