সংসদের কড়চা: দিনভর অধিবেশনে কী কী করলেন তৃণমূল সাংসদেরা?
লোকসভা
প্রশ্নোত্তর পর্বে মহুয়া মৈত্র প্রশ্ন তোলেন, গ্রামীণ এলাকায় কৃষক, উদ্যোগপতিদের ঋণ অনুমোদনের জন্য কোনও সময়সীমা বেঁধে দেওয়া যায় কিনা।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাহারা ও পিএসিএলে দরিদ্র বিনিয়োগকারীদের গচ্ছিত টাকা ফেরত দেওয়া সুনিশ্চিত করার প্রশ্ন উথ্থাপন করেন।
লোকসভায় আলোচনা ও ভোটাভুটির সময় বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ ২০২৪-২৫ সালের মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের কাছে অনুদানের দাবি তোলেন।
রাজ্যসভা
তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জিরো আওয়ারে ‘স্বাস্থ্য ও বিমা পলিসিতে ১৮% জিএসটি কমানোর দাবি তোলেন। তিনি অভিযোগ করেন, সরকার স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রক নিয়ে আলোচনা থেকে সরে এসেছে।
বিকশিত ভারত কর্মসূচির আওতায় কৃষি সম্পর্কে সরকারের নীতি নিয়ে প্রশ্নোত্তর পর্বে দোলা সেনের প্রশ্ন তোলেন।
মৌসম নূর মালদহের সামসি রেলওয়ে ক্রসিংয়ে রেলওয়ে ওভারব্রিজের দাবি তোলেন।
নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক নিয়ে আলোচনার সময় সাগরিকা ঘোষের বক্তব্য।