খেলা বিভাগে ফিরে যান

Paris Olympics 2024: সোমবার কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা

August 5, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: Ritu Raj Konwar

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সোমবার প্যারিস অলিম্পিকের দশম দিন।

একনজরে দেখে নিন কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা:

অ্যাথলেটিক্স:
মহিলাদের ৪০০ মিটার (রাউন্ড ১)- সময় ১৫:৫৭- কিরণ পাহাল (হিট ৫)
পুরুষদের ৩,০০০ মিটার স্টিপলচেজ (রাউন্ড ১)- সময় ২২:৫০- অবিনাশ সাবলে (হিট ২)

ব্যাডমিন্টন– সময় ১৮:০০ – পুরুষদের সিঙ্গেলস পদক ম্যাচ (ব্রোঞ্জ)
লক্ষ্য সেন বনাম (মালয়েশিয়া) লি জি জিয়া।

শুটিং– সময় ১২:৩০ – স্কিট মিক্সড টিম ইভেন্ট- অনন্তজিৎ সিং নারুকা ও মহেশ্বরী চৌহান। (যোগ্যতা অর্জন পর্ব)

টেবিল টেনিস– সময় ১৩:৩০ – মহিলা দলের রাউন্ড অফ ১৬ (প্রি-কোয়াটার ফাইনাল)
ভারত বনাম রোমানিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #schedule, #paris olympics, #Paris Olympics 2024

আরো দেখুন