চাপে পড়ে ভোলবদলে বাংলাভাগ বিরোধী প্রস্তাবকে সমর্থন বিরোধী দলনেতার?
August 5, 2024 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোলবদলে বিরোধী দলনেতা সমর্থন করলেন বাংলাভাগ বিরোধী প্রস্তাবকে। বাদল অধিবেশনের শেষদিনে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে অবিভক্ত বাংলার পক্ষে সওয়াল করেন শুভেন্দু অধিকারী। শাসকদলের প্রস্তাবে বিরোধী দলনেতার প্রস্তাবও যোগ হল। অধ্যক্ষ আপত্তি জানালেও, শুভেন্দুর প্রস্তাব যোগ করতে বলেন খোদ মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মহলের মতে, বাংলাভাগের জিগির তুলে রাজ্যের মাটিতে প্রাসঙ্গিকতা হারাচ্ছিল বিজেপি। তাই কি বাধ্য হয়ে বাংলাভাগ বিরোধী প্রস্তাবে সমর্থন দিল গেরুয়া পার্টি?