রাজ্য বিভাগে ফিরে যান

শুভেন্দু কি ফের পাল্টি মারবেন? বিরোধী দলনেতার আচরণে ধন্দে আদি BJP?

August 6, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মমতা ও অভিষেকের বিরুদ্ধে কুৎসিত আক্রমণ আর শোনা যাচ্ছে না শুভেন্দুর গলায়! লোকসভা ভোটে হারের পর থেকে একটার পর একটা ধাক্কা খেয়েছেন দলের অন্দরে। শোনা যায়, জুটেছে দিল্লির ধমকও।

লাগাতার বেশ কয়েকটি ঘটনা বলে দিচ্ছে শুভেন্দু হয়ত তৃণমূলের প্রতি বেশ নরম হয়েছেন। রাজ্যের নানান বিষয়ে সমর্থন জানাচ্ছেন।

ঘটনা-এক
মমতার মুখেও সাড়ে তিন বছর পর শুভেন্দুর নাম শোনা গিয়েছে।

ঘটনা-দুই
সোমবার রাজ্য বিধানসভায় বাংলাভাগ বিরোধী প্রস্তাবে সমর্থন করেছেন শুভেন্দু। সাফ বলেছেন, বাংলা ভাগ, আলাদা রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চল তাঁর দল চায় না। যদিও তাঁর দলের নেতা, জনপ্রতিনিধিরাই বাংলা ভাগের ডাক দিচ্ছেন।

ঘটনা-তিন
এতদিন যে রাজ্য দিবস ও রাজ্য সঙ্গীতের বিরোধিতা বিজেপি করে এসেছে, সোমবার সেই রাজ্য সঙ্গীতে গলা মিলিয়েছেন শুভেন্দু অধিকারী এবং কয়েকজন বিজেপি বিধায়ক।

ঘটনা-চার
একুশে জুলাইয়ে মঞ্চ থেকে মমতা বলেছিলেন কেউ সাহায্যের জন্য আসলে ফেরানো যায় না। যার বিরোধিতায় সরব হয়েছিল বিজেপি কিন্তু এদিন শুভেন্দুর মুখে প্রায় একই কথা শোনা যায়। বলেন এক কোটি মানুষ ভারতে আসতে পারেন। তৈরি থাকুন। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে কেন্দ্রের সঙ্গে কথা বলতেও বলেন।

হঠাৎ করেই কেন এই ভোলবদল! তবে কি ফের দলবদলাতে পারেন শুভেন্দু? ঘুম উড়েছে বঙ্গ বিজেপির আদি শিবিরের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #bjp, #abhishek banerjee, #suvendu adhikari, #tmc

আরো দেখুন