রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গভঙ্গ নিয়ে ভুল বোঝাচ্ছে BJP, বিধানসভা থেকে ওয়াকআউট দলেরই ক্ষুব্ধ বিধায়কের

August 6, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গভঙ্গ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে গেরুয়া পার্টি। আসল সত্য সকলের সমক্ষে আনবেন। সোমবার এমনটাই দাবি করলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বলেন, বিজেপি সবসময় বাংলা ভাগের কথা বল। কিন্তু বিধানসভায় এর ঠিক বিপরীত কথা বলছে। আসলে, বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে। নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়ে বিধানসভা ছাড়লেন বিষ্ণুপ্রসাদ।

তাঁর অভিযোগ যে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাবের উপর তাঁকে বলার কোনও সুযোগই দেওয়া হয়নি। বিধানসভার বাইরে বিজেপি বিধায়ক জানান, ২০২১ সালে আমাকে ভুল বুঝিয়ে তাঁকে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। দলের যে সমস্ত বিধায়ক কোনোদিন বিধানসভায় উপস্থিত থাকেন না, আজ তাঁদের দিয়ে ভাষণ দেওয়ানো হচ্ছে। ওঁদের বিরুদ্ধে মুখ খুলতে যাতে না পারেন তাই তাঁকে বলতে দেওয়া হয়নি। তাই তিনি ওয়াকআউট করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#BJP MLA, #WB Assembly, #bishnu prasad sharma, #Partition of Bengal

আরো দেখুন