কখন অষ্টমীর অঞ্জলি? দুর্গাপুজোর নির্ঘণ্ট শুনে মাথায় হাত বাঙালির
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্গাপুজোর নির্ঘণ্ট শুনে মাথায় হাত পড়েছে বাঙালির! ভোরবেলায় কীভাবে হবে অঞ্জলি? এবার মহাষ্টমীর অঞ্জলি নিয়ে উদ্বিঘ্ন বহু মানুষ। কারণ, সন্ধিপুজো এবার সাতসকালে। অঞ্জলি দিতে হবে তার আগে। পুরোহিত মশাই মণ্ডপে কখন আসবেন, কখন শুরু হবে অঞ্জলি, বাঙালির চিন্তা এখন এটাই। চারদিনের পুজো এবার তিনদিনে চলে আসায় ধন্দে আম বাঙালি!
গুপ্ত প্রেস পঞ্জিকায় বলা হয়েছে, দেবীর দর্পণ বিসর্জন ১২ অক্টোবর। পুজো এবার তিনদিন। ১১ অক্টোবর ভোরে নির্ধারিত অষ্টমীর সন্ধিপুজো নিয়ে বাড়ছে চিন্তা। কয়েক ঘণ্টার মধ্যে তিথি শেষ হবে। সন্ধিপুজো শেষ হলে শুরু হবে নবমী পুজো। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, সকাল ৯টা ২৭ মিনিটের মধ্যে অষ্টমীর পুজো, সন্ধি পুজো শেষ করে নবমীর পুজোর সূচনা করে দিতে হবে। উল্লেখ্য, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অবশ্য সন্ধিপুজো পড়েছে বেলা ১১টা ৪৩ মিনিটে। পঞ্জিকা মতে পুজো এবারও চারদিন।
সংক্ষিপ্ত সময়ের কারণে সূর্যোদয়ের দেড় ঘণ্টা আগে থেকে পুজোয় বসার বিধান দিচ্ছেন অনেকে। পুরোহিতদের একাংশের মতে, অতি অল্প সময়ের মধ্যে অষ্টমীর পুজো শেষ করে সন্ধিপুজো শুরু করে দিতে হবে। তারপর নবমীর পুজো। যাঁরা পারবেন, সাতসকালে মণ্ডপে গিয়ে অঞ্জলি দেবেন। না-পারলে বেলার দিকে নবমীতে অঞ্জলি দেওয়া যাবে।
বাঙালি বছরভর অপেক্ষা করে থাকে, মণ্ডপে গিয়ে অষ্টমীর অঞ্জলি দেবে বলে। তাই অনেকেই ধন্দে, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পুজো কমিটির কর্তারাও।