← খেলা বিভাগে ফিরে যান
আজ নামছেন নীরজ চোপড়া, সোনা জয়ের আশায় বুক বাঁধছে দেশ
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: টোকিও অলিম্পিক গেমসে প্রথম ভারতীয় হিসাবে অ্যাথলেটিকসে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। ফের তাঁর দিকেই তাকিয়ে দেশ। মঙ্গলবার যোগ্যতা অর্জনের পর্বে নামছেন তিনি। আসমুদ্রহিমাচল বুক বাঁধছে সোনা হয় দেখবে বলে।
অলিম্পিকে জ্যাভেলিন থ্রো-এ পরপর দু’বার সোনা জিতেছেন চারজন। তাঁরা হলেন সুইডেনের এরিক লেমিং, ফিনল্যান্ডের জন্নি মায়রা, চেক প্রজাতন্ত্রের জ্যান জেলেজনি এবং নরওয়ের আন্দ্রিয়াস থোরকিল্ডসেন। নীরজ কি পঞ্চম জন হবেন? কোনও ভারতীয় এর আগে ব্যক্তিগত ইভেন্টে টানা দু’বার অলিম্পিকে সোনা জেতেননি।
চলতি বছর মে মাসে দোহা ডায়মন্ড লিগে দ্বিতীয় হন নীরজ। অসট্রাভা গোল্ডন স্পাইক থেকে তিনি চোটের নাম প্রত্যাহার করে নেন। জুনে ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসে তিনি সোনা জেতেন।