← খেলা বিভাগে ফিরে যান
আজ জার্মানি বিরুদ্ধে নামছেন শ্রীজেশরা, পদক নিশ্চিত করতে মরিয়া টিম ইন্ডিয়া
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: টোকিও অলিম্পিকে জার্মানিকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ৪১ বছরের পদক খরা কাটিয়েছিল ভারতীয় হকি দল। এসেছিল ব্রোঞ্জ। আজ, মঙ্গলবার শেষ চারের লড়াইয়ের সামনে দাঁড়িয়ে ভারত। জার্মানদের হারিয়ে ৪৪ বছর পর ফের অলিম্পিকের ফাইনালের স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। ১৯৮০ সালে শেষ হকিতে সোনার পদক এসেছিল ভারতে।
রবিবারের কোয়ার্টার-ফাইনালে ১০ জনে খেলে গ্রেট ব্রিটেনকে হারায় টিম ইন্ডিয়া। আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় শিবির। আজ অমিত রোহিদাসের অনুপস্থিতি ঢাকতে অবশ্য তৈরি হরমনপ্রীত সিং, সুখজিৎরা। ভারতীয় ক্যাপ্টেন দুরন্ত ফর্মে। রয়েছেন মনদীপ, ললিত, অভিষেকরাও। গোলরক্ষক পিআর শ্রীজেশ কার্যত ঢাল হয়ে দাঁড়াচ্ছেন। খেলা শুরু হবে রাত ১০-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার চলবে স্পোর্টস ১৮ চ্যানেলে।