রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল কাদের?

August 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় মন্ত্রিসভায় রদবদল করা হল। তথ্য ও প্রযুক্তি দপ্তরের পাশাপাশি এখন থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব সামলাবেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে দপ্তর বদল হল পরিবেশ মন্ত্রী গুলাম রব্বানীর। পরিবর্তে এখন থেকে নবীকরণযোগ্য ও অচিরাচরিত শক্তি দপ্তর সামলাবেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য পেলেন নারী, শিশু ও পরিবার কল্যাণ ও পরিবেশ দপ্তর। পার্থ ভৌমিকের সেচ দপ্তর ও জলপথের অতিরিক্ত দায়িত্ব পেলেন মানস ভুঁইয়া। জল সম্পদ ও উন্নয়ন দপ্তরের সঙ্গে এবার থেকে সেচ দপ্তরও সামলাবেন তিনি। কারা দপ্তর সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Babul Supriyo, #reshuffle cabinet, #cabinet, #Manas Bhunia, #Ghulam Rabbani

আরো দেখুন