রাস্তায় বাসের সংখ্যা বাড়ানোর পরামর্শ, পরিবহণ দপ্তরের মিটিঙে আর কী বললেন মমতা?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাস্তায় কমেছে বাস, নিত্যযাত্রীরা প্রায়ই অভিযোগ করেন অফিস-কাছারিতে যেতে তাঁদের দেরি হওয়ার কারণ রাস্তায় পর্যাপ্ত সংখ্যক বাস না-থাকা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নিয়ে ক্ষুব্ধ। মঙ্গলবার, পরিবহণ দপ্তরের রিভিউ বৈঠক হয়। সেখানে সরকারি বাসের সংখ্যা কমে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
রাস্তায় সরকারি বাসের সংখ্যা কমলেও তেলের জন্য খরচ বাড়ছে কেন? রিভিউ মিটিং-এ প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। দু’টি বাসের মাঝের সময় কমানোরও পরামর্শ দেন। প্রয়োজনে তিন শিফটের বদলে চার শিফটে কাজ করানোর প্রস্তাব দেন মমতা।
সুপ্রিম কোর্টে মামলা চলায় প্রায় ১,১৮০ টি বাস আটকে রয়েছে বলেও মমতাকে জানিয়েছে পরিবহণ দপ্তর। পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য। সম্প্রতি আরও ১,১৮০টি ই-বাস কিনেছে রাজ্য। যদিও সুপ্রিম কোর্টে মামলা চলার দরুণ বাসগুলি পথে নামানো যায়নি। মামলার রায় অনুকুলে গেলে, বাসগুলি দ্রুত পথে নামাতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।