নবদ্বীপধামে শুরু হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রা উৎসব
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাধাকৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার আগেই শুরু হয় গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন। সোমবার থেকে নবদ্বীপধামে শুরু হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রা উৎসব। প্রতিপদ থেকে এই ঝুলন যাত্রা শুরু হয়ে চলবে এক পক্ষকাল অর্থাৎ ঝুলন পূর্ণিমা পর্যন্ত।
এদিন থেকে ঝুলন পূর্ণিমা পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভুকে রুপোর সিংহাসনে বসিয়ে ঝোলানো হয়। এবার একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত ঝুলনের শেষ পাঁচদিন প্রতিদিনই পরানো হবে নিত্যনতুন রকমারি পোশাক। পূর্ণিমার দিন গৌরাঙ্গ মহাপ্রভুকে সাজানো হবে সোনার নানা ধরনের হার, মুকুট, হাতের বাজু, পায়ের নুপুর, হাতে রাজদণ্ড সহ নানা স্বর্ণালংকারে। যদিও শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা ১৬ আগস্ট শুক্রবার অর্থাৎ একাদশী থেকে শুরু হবে। চলবে ১৯ আগস্ট সোমবার ঝুলন পূর্ণিমা পর্যন্ত। ইতিমধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন দেখতে দূরদূরান্ত থেকে ভিড় করেছেন অসংখ্য ভক্ত পুণ্যার্থী ও পর্যটকরা।
রাধাকৃষ্ণের ঝুলন উপলক্ষে নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দির ফুল আলোকমালায় সেজে উঠবে। গোবিন্দ জিউ মন্দির, গানতলার বলদেব জিউ মন্দির, রাধা মদনমোহন মন্দির, সমাজবাড়ি, শ্রীবাস অঙ্গন, জন্মস্থান মন্দির, রাধা মদনগোপাল মন্দির, কানাই বলাই মন্দির, রাধাবাজারের পুরীর মন্দির, শ্যামসুন্দর মন্দির সহ বিভিন্ন মন্দির মেতে উঠবে ঝুলন উৎসবে।