রাজ্য বিভাগে ফিরে যান

সীমান্তে হাই অ্যালার্ট! সুন্দরবনে নামল হোভারক্রাফ্ট

August 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভারত-বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি হয়েছে। জলসীমান্তেও নজরদারি চলছে। মঙ্গলবার, সুন্দরবনের নদী ও সমুদ্র এলাকায় হাই অ্যালার্ট জারি হয়েছে। বাংলাদেশ এবং ভারতের জল সীমান্তে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হোভারক্রাফ্ট ২৪ ঘণ্টা টহল দেবে। এটি জলের পাশাপাশি জমি, বরফ, কাদাতেও চলতে সক্ষম। সুন্দরবনের ফ্রেজারগঞ্জ ঘাঁটিতে উপকূল রক্ষী বাহিনীর বিশেষ হোভারক্রাফ্ট পৌঁছে গিয়েছে।

সুন্দরবনের সবক’টি উপকূল থানা জলপথে পেট্রলিং চালাচ্ছে। ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে এফআইবি বোট নিয়ে উপকূল এলাকার নদী এবং সমুদ্রে টহলদারি চালানো হচ্ছে। মৎস্যজীবী ট্রলার গুলিতে অভিযান চালানো হয়। মৎস্যজীবী ট্রলারের নথিপত্র-সহ ট্রলারে থাকা মৎস্যজীবীদের পরিচয় পত্রও পরীক্ষা করছে পুলিশ। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফ ও সেনা একযোগে নজরজারি চালাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #sundarban, #Border, #security, #High Alert

আরো দেখুন