খেলা বিভাগে ফিরে যান

Paris Olympics 2024: বুধবার কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা

August 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বুধবার প্যারিস অলিম্পিকের দ্বাদশতম দিন।
একনজরে দেখে নিন কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা:

সকাল ১১.০০: অ্যাথলেটিক্স ম্যারাথন রেস ওয়াকিং মিক্সড রিলে-ফাইনাল- প্রিয়াঙ্কা গোস্বামী ও সুরজ পানওয়ার।
দুপুর ১২.৩০: গল্ফ –মহিলা- ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড ১- অদিতি অশোক, দীক্ষা ডাগর।
দুপুর ১.৩০: টেবিল টেনিস– মহিলা-কোয়ার্টার ফাইনাল- ভারত বনাম জার্মানি।
দুপুর ১.৩৫: অ্যাথলেটিক্সপুরুষদের হাইজাম্প– সর্বেশ কুশারে।
দুপুর ১.৫৫: অ্যাথলেটিক্স-মহিলা জ্যাভলিন – অন্নু রানী।
দুপুর ২.০৯: অ্যাথলেটিক্স- মহিলাদের ১০০ মিটার হার্ডলস-জ্যোতি ইয়ারাজি।
বিকেল ৩.০০: মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল ১/৮ ফাইনাল আন্তিম পাঙ্গাল বনাম জয়নেপ ইয়েতগিল (তুরস্ক)।
বিকেল ৪.২০: মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল ১/৪ ফাইনাল (যদি যোগ্যতা অর্জন করে), আন্তিম পানঘাল বনাম মারিয়া প্রেভোলারাকি (গ্রিস) অথবা আনিকা ওয়েন্ডল (জার্মানি)।
রাত ১০.২৫/১০.৩৫: কুস্তি-মহিলা-৫৩ কেজি ফ্রিস্টাইল সেমিফাইনাল (যদি যোগ্যতা অর্জন করে) অন্তিম পানঘাল।
রাত ১০.৪৫: অ্যাথলেটিক্স-পুরুষদের ট্রিপল জাম্প-আবদুল্লা আবুবকর (গ্রুপ বি), প্রবীণ চিত্ররাভেল (গ্রুপ এ)।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #schedule, #paris olympics, #Paris Olympics 2024

আরো দেখুন