রাজ্য বিভাগে ফিরে যান

শুভেন্দু অধিকারীর বাড়িতে চা পানে যাবেন মমতা? তবে কি বিরোধী দলনেতার ফুলবদল আসন্ন?

August 7, 2024 | < 1 min read

মুখ্যমন্ত্রী বলেছেন শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়ে তিনি চা খেতে পারেন! তবে কি যাবতীয় রাজনৈতিক শত্রুতার অবসান ঘটল?

বালুরঘাটের সাংসদ, রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, তিনি উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার আবেদন করেছেন মোদীর কাছে। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ দাবি করেন, গ্রেটার কোচবিহার চাই। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মালদহ, মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলে ঘোষণা করতে বলেন। তুঙ্গে ওঠে বিতর্ক। বিজেপি নেতাদের লাগাতার বঙ্গভঙ্গের দাবি তোলাকে চক্রান্ত হিসেবে দেখে তৃণমূল। শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী বঙ্গভঙ্গের বিরোধিতা করছেন আবার তিনি অনন্ত মহারাজের সঙ্গে গিয়ে দেখা করেছেন। এ কেমন দ্বিচারিতা?

পাল্টা মমতা বলেন, তিনি অনন্ত মহারাজের বাড়িতে চা খেতে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারীও যদি ডাকেন, তাহলে তাঁর বাড়িতে গিয়ে চা খেতে আপত্তি নেই মমতার! লোকসভা নির্বাচনের পর উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। কোচবিহারে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন তিনি। অনন্ত মহারাজও মুখ্যমন্ত্রীকে সম্মান জানান। অনন্ত মহারাজ কি তৃণমূলে যোগ দেবেন? উস্কে ওঠে জল্পনা। তবে তা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #politics, #West Bengal, #Mamata Banerjee, #tea

আরো দেখুন