খেলা বিভাগে ফিরে যান

ParisOlympics24: হকি সেমি ফাইনালে এগিয়ে থেকেও হার, স্বপ্নভঙ্গ ভারতের

August 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্যারিস অলিম্পিকের হকি সেমি ফাইনালে মুখোমুখি হয় ভারত ও জার্মানি।

প্রথমার্ধের শুরু থেকেই জার্মানির উপর চাপ সৃষ্টি করে ভারত। ভারতের হয়ে প্রথম গোল আসে পেনাল্টি কর্নার থেকে। গোল করেন হরমনপ্রীত সিং। প্রথমার্ধে বেশ আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারতীয় ডিফেন্ডারের ভুলে পেনাল্টি পায় জার্মানি। জার্মানির গঞ্জালো গোল করে সমতা ফেরান। ভারতীয় রক্ষণের উপর চাপ সৃষ্টি করতে থাকে জার্মানরা। আবারও একটি গোল করে জার্মানি পেনাল্টি থেকে। ২-১ এগিয়ে যায় জার্মানি। কিছুক্ষণ পর ভারতের সুখজিৎ সিং দ্বিতীয় গোল করে স্কোর ২-২ করে দেয়। খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে জার্মানরা তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে ফেলে। অবশেষে ৩-২ গোলে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছয় জার্মানি। আগামী বৃহস্পতিবার ব্রোঞ্জ জয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে স্পেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Germany, #semifinal, #Paris Olympics 2024, #Olympic games, #India, #Hockey

আরো দেখুন