বিনোদন বিভাগে ফিরে যান

বাংলাদেশের অশান্তির আগুনের আঁচ এসে লাগল টলিউডে

August 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সড়কপথে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে কলকাতার দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। কম রাস্তা নয়। তবু ও পারের অশান্তির আগুনের আঁচ এসে লাগল এ পারে, টলিউডে।

সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ কলকাতা ও ঢাকায় একসঙ্গে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা হয়ে উঠছে না। আবার প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ ছবিটির কাজও থমকে গিয়েছে। দিন কয়েক আগেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ‘গোপনে’ বাংলাদেশে কাজ করতে যাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সেই উত্তাপ কাটতে না কাটতেই টলিপাড়ার আকাশে ফের বাংলাদেশ কাঁটা।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘পদাতিক’ ছবির ট্রেলার। স্বভাবতই সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনিই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন। মৃণাল সেনের চরিত্রে তাঁর পোস্টারেই ইতিমধ্যে ঢেকেছে শহর কলকাতা। আগামী ১৫ আগস্ট কলকাতায় মুক্তি পাওয়ার কথা ছিল ওই ছবির। একই সঙ্গে কথা ছিল ঢাকার রাস্তাও এমন পোস্টারে ছেয়ে যাবে। কিন্তু সেনা অভ্যুত্থান হয়েছে সেই দেশে। এই অবস্থায় ওই দেশে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার মতো মানসিকতা হয়তো কারওরই নেই। ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান বলছিলেন, ‘এই পরিস্থিতির জন্য একই দিনে ঢাকায় ছবি মুক্তি সম্ভব হচ্ছে না। আগামী দিনে কবে করা যায়, ভেবে দেখা হবে।’

আর প্রচার? চঞ্চল চৌধুরী তো নিজেই এই ছবির প্রচারে যুক্ত হতে পারলেন না। প্রযোজকের কথায়, ‘প্রথম দিকে তো উনি প্রচারে যোগ দিয়েছিলেন। এখন তো কিছু করার নেই।’ অন্যদিকে প্রতীমের পরিকল্পনা ছিল ‘চালচিত্র’র ডাবিং তিনি আগস্ট মাসেই শুরু করবেন। এই ছবিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয় করেছেন। কিন্তু এই মুহূর্তে অপূর্বর পক্ষে কলকাতায় এসে ডাবিং করা কার্যত অসম্ভব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Biopic, #Bangladesh, #Srijit Mukherji, #Mrinal Sen, #Padatik, #Chanchal Chowdhury

আরো দেখুন