দেশ বিভাগে ফিরে যান

পদক না পেলেও ভিনেশ ফোগত একজন হিরো: তৃণমূল

August 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পদক থাকুক বা না থাকুক, ভিনেশ ফোগতকে অভিনন্দন জানালো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন এদিন রাজ্যসভায় বলেন ভিনেশ ফোগাট একজন হিরো। ভারতের জন্য তিনি যা করেছেন তার জন্য তাঁকে ধন্যবাদ জানান।

পাশাপাশি ডেরেক বলেন, ভিনেশ ফোগত যে পুরো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন, সে জন্য তিনি ন্যায়বিচারের দাবিদার। তিনি বলেন কোনো কিছু বিকৃতভাবে ঘটেছে, সত্যটি অবশ্যই বের হয়ে আসবে।

এদিন ভিনেশ ফোগতের পদক হাতছাড়ার থেকেও বেশি যে পথে অলিম্পিক থেকেই ছিটকে দেওয়া হল প্রতিবাদী কুস্তিগিরকে, সেই বিক্ষোভের ব্যতিক্রম হয়নি । কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর লোকসভার বক্তব্যের পরে দেশের খেলোয়াড়দের পাশে থাকা নিয়ে সরকারের দুর্বলতার প্রতিবাদ করে ওয়াক আউট করেন বিরোধী দলের সাংসদরা। মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেবও এই প্রতিবাদে যোগ দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #tmc, #parliaments monsoon session, #vinesh phogat, #Vinesh Phogat disqualified

আরো দেখুন