← উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান
উত্তরবঙ্গের তিন ডিভিশন মিলিয়ে কত বনাঞ্চল দখলমুক্ত করল বনদপ্তর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গের তিনটি ডিভিশন মিলিয়ে ৮৬ হেক্টর বনাঞ্চল দখলমুক্ত করেছে বনদপ্তর। কোচবিহার ডিভিশনে ১০ হেক্টর বনাঞ্চল দখলমুক্ত করা হয়েছে। জলপাইগুড়ি এবং বৈকুন্ঠপুরে যথাক্রমে ২৬ হেক্টর ও ৫০ হেক্টর বনাঞ্চল দখলমুক্ত করা সম্ভব হয়েছে। দখলমুক্ত অংশে নতুন করে জঙ্গলে গাছ লাগানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের চিফ কনজারভেটর অব ফরেস্ট এস কে মোলে জানিয়েছেন, কোচবিহার, জলপাইগুড়ি ও বৈকুন্ঠপুর ডিভিশনে চলতি বছর ১০৫ হেক্টর এলাকায় গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বৈকুন্ঠপুরে ৯ হেক্টর, কোচবিহারে ৫৯ হেক্টর এবং জলপাইগুড়িতে ৩৭ হেক্টর বনাঞ্চলে গাছ লাগানোর কাজ শুরু হয়েছে।