রাজ্য বিভাগে ফিরে যান

দুর্গাপুজোর ছুটি বেড়াতে যান নিশ্চিন্তে, স্পেশ্যাল ট্রেন ঘোষণা রেলের

August 9, 2024 | < 1 min read

স্পেশ্যাল ট্রেন ঘোষণা রেলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোর ছুটি মানেই বেড়াতে যাওয়া কিন্তু ট্রেনের কারণে অনেক সময়ই বাতিল করতে হয় প্ল্যান।


দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। এখনই বহু ট্রেনের সব টিকিট বুক হয়ে গিয়েছে। তবে বৃহস্পতিবার নয়া ঘোষণা নিয়ে হাজির রেল। প্রতিবারের মতো এবারও পুজোয় স্পেশ্যাল ট্রেন ঘোষণা করল রেল। একাধিক রুটে পুজো স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব-রেল।

আগামী ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৯টি ভিন্ন রুটে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

এক নজরে পুজো স্পেশ্যাল ট্রেনের তালিকা:

০৩৪১৭ মালদা টাউন – উদনা জংশন (প্রতি রবিবার)
০৩৪১৮ উদনা জংশন – মালদা টাউন (প্রতি মঙ্গলবার)

০৩০০৭ হাওড়া – খাতিপুরা (প্রতি রবিবার)
০৩০০৮ খাতিপুরা – হাওড়া (প্রতি মঙ্গলবার)

০৩৫০৯ আসানসোল – খাতিপুরা (প্রতি মঙ্গলবার)
০৩৫১০ খাতিপুরা – আসানসোল (প্রতি বুধবার)

০৩১৩১ শিয়ালদহ – গোরখপুর (প্রতি শনিবার ও সোমবার)
০৩১৩২ গোরখপুর – শিয়ালদহ (প্রতি রবিবার ও মঙ্গলবার)

০৩০৪৩ হাওড়া – রক্সউল জংশন (প্রতি শনিবার)
০৩০৪৪ রক্সউল জংশন – হাওড়া (প্রতি রবিবার)

০৩০৪৫ হাওড়া – রক্সাউল জংশন (প্রতি সোমবার)
০৩০৪৬ রক্সউল জংশন – হাওড়া (প্রতি মঙ্গলবার)

০৩১০৯ শিয়ালদহ – ভাদোদরা জংশন (প্রতি মঙ্গলবার)
০৩১১০ ভাদোদরা জংশন – শিয়ালদহ (প্রতি বৃহস্পতিবার)

০৩৫৭৫ আসানসোল – আনন্দবিহার টার্মিনাল (প্রতি শুক্রবার)
০৩৫৭৬ আনন্দবিহার টার্মিনাল – আসানসোল (প্রতি শনিবার)

০৩৪৩৫ মালদা টাউন – আনন্দবিহার টার্মিনাল (প্রতি সোমবার)
০৩৪৩৬ আনন্দবিহার টার্মিনাল – মালদা টাউন (প্রতি মঙ্গলবার)

TwitterFacebookWhatsAppEmailShare

#Durga Puja 2024, #Durga pujo 2024, #Indian Railway, #durga Pujo, #special trains

আরো দেখুন