খেলা বিভাগে ফিরে যান

Paris Olympics 2024: শুক্রবার কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা

August 9, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শুক্রবার প্যারিস অলিম্পিকের ১৪তম দিন।
একনজরে দেখে নিন কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা:

দুপুর ১২.৩০: গল্ফ-মহিলাদের ব্যক্তিগত স্ট্রোক- রাউন্ড ৩- অদিতি অশোক, দীক্ষা ডাগর।

দুপুর ২.২২: অ্যাথলেটিক্স-মহিলাদের ৪x৪০০ মিটার রিলে- জ্যোথিকা শ্রী ডান্ডি, এমআর পুভাম্মা, সুভা ভেঙ্কটেসন এবং ভিথ্যা রামরাজ।

দুপুর ২.৩০: কুস্তি-মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল রিপেচেজ (যোগ্যতা অর্জন করলে) আংশু মালিক।

দুপুর ২.৪৭: অ্যাথলেটিক্স-পুরুষদের ৪x৪০০ মিটার রিলে রাউন্ড- আমোজ জ্যাকব, মুহাম্মদ আজমল, মুহাম্মদ আনাস, রাজেশ রমেশ এবং সন্তোষ কুমার।

রাত ১১.০০/১১.১০: কুস্তি-পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ব্রোঞ্জ মেডেল ম্যাচ (যোগ্যতা অর্জন করলে)- আমান সেহরাওয়াত।

রাত ১১.২৫: কুস্তি পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল গোল্ড মেডেল ম্যাচ (যোগ্যতা অর্জন করলে) আমান সেহরাওয়াত।

রাত ১২.২০/১২.৩০: কুস্তি- মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ব্রোঞ্জ মেডেল ম্যাচ (যোগ্যতা অর্জন করলে)- আংশু মালিক।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #paris olympic, #Olympic games, #ParisOlympics24

আরো দেখুন