বিনোদন বিভাগে ফিরে যান

কলকাতায় আসছেন পপ তারকা ব্রায়ান অ্যাডামস! টিকিটের দাম কত জানেন?

August 9, 2024 | < 1 min read

কলকাতায় আসছেন পপ তারকা ব্রায়ান অ্যাডামস!

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কলকাতায় আসছেন রক সম্রাট ব্রায়ান অ্যাডামস। কলকাতায়, গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদেও পাড়ি দেবেন ব্রায়ান অ্যাডামস। পপ এবং রক গায়কের কলকাতা সফরের অন্যতম আয়োজক রাজদীপ চক্রবর্তী জানিয়েছেন ‘অ্যাকোয়াটিকা’য় হবে ব্রায়ানের শো। শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিংও ৷ কলকাতা সফরের আয়োজক রাজদীপ জানিয়েছেন, শোয়ের টিকিটের দাম শুরু হবে ২ হাজার ৯৬৯ টাকা থেকে (ব্রায়ানের বিখ্যাত গান ‘সামার অফ ৬৯’-এর সঙ্গে মিলিয়ে টিকিটের দাম শুরু)। তা যেতে পারে ২০ হাজার টাকা পর্যন্ত। টিকিটের দাম আকাশছোঁয়া হলেও তাঁর আশা, সঙ্গীতপ্রেমীরা শহরে ব্রায়ান অ্যাডামসের শো দেখা এবং তাঁকে শোনার সুযোগ ছাড়বে না কখনই। প্রসঙ্গত, প্রাক্তন টেনিস তারকা মহেশ ভূপতি ভারতে ব্রায়ানের শো-এর অন্যতম উদ্যোক্তা।

ব্রায়ান তাঁর বার্তায় লিখেছেন, “আমি আবার ভারতে আসছি। খুব উত্তেজিত। এ বার আসছি আমার ‘সো হ্যাপি ইট হার্টস’ সফরে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Singer, #rockstar, #bryan adams, #pop star

আরো দেখুন