খেলা বিভাগে ফিরে যান

এশিয়া কাপে দেশের ফুটি দলে বাংলার রাকিব ও শোয়েব

August 9, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভিয়েতনামে প্রথম এশিয়া কাপ ফুটি প্রতিযোগিতার আসর বসবে এ বছর। এশিয়া কাপ ফুটির ভারতীয় দলে ডাক পেলেন লালগোলার রাকিব হক ও শোয়েব আলি। হাওড়ার ধূলাগড় কেন্দ্রীয় বিদ্যালয়ের মাঠে ৯-১১আগস্ট তিনদিনের ন্যাশনাল ক্যাম্পে যোগ দেবেন তাঁরা। তারপর ভিয়েতনামে ভারতীয় দলের সঙ্গে উড়ে যাবেন সীমান্তবর্তী লালগোলার দুই যুবক। তাঁরা ভারতীয় দলে সুযোগ পাওয়ায় খুশি জেলাবাসী।

২০০৮সালে অজি তারকা রিকি পন্টিংয়ের হাত ধরে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা অস্ট্রেলিয়ান রুলস ফুটবল বা ফুটি এদেশ আসে। ২০১৭ সালে লালগোলা তথা মুর্শিদাবাদ এই খেলার সঙ্গে পরিচিত হয়। ২০১৮ সালে রাজ্য ফুটি প্রতিযোগিতায় রানার্স হয় মুর্শিদাবাদ। গোটা মুর্শিদাবাদ জেলায় জনপ্রিয় হতে শুরু করে ফুটি। ২০১৯ সালে বাংলার ফুটি দল জাতীয়স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সিনিয়র এবং জুনিয়র দু’টি বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্স হয় বাংলার ছেলেরা।

২০১৯ সালের মার্চে লালগোলায় দেশের প্রথম ফুটি অ্যাকাডেমি প্রতিষ্ঠা হয়। লালগোলার গামিলা নবীন সঙ্ঘের মাঠে অ্যাকাডেমির পথ চলা শুরু হয়। অস্ট্রেলিয়া থেকে কোচেরা লালগোলার অ্যাকাডেমিতে এসে প্রশিক্ষণ দিয়ে গিয়েছেন। ২০২০ সালে লালগোলা এমএন অ্যাকাডেমির ময়দানে ফুটি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। ২০২২ সালে রাজ্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মুর্শিদাবাদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rakib, #Shoaib, #asia cup

আরো দেখুন