নেওড়ার জঙ্গলে ফের দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নেওড়ার জঙ্গলে বর্ষায় প্রথম রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল। ৮-৯ হাজার ফুট উচ্চতায় বনদপ্তরের বসানো ট্র্যাপ ক্যামেরায় একাধিক বাঘের ছবি ধরা পড়েছে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত যে ক’টি ছবি বনদপ্তরের হাতে এসেছে, তাতে নেওড়ার জঙ্গলে বেশ কয়েকটি রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। সবক’টিই পূর্ণবয়স্ক। ছবিগুলি বিশ্লেষণ করা হচ্ছে।
গত ডিসেম্বরে নেওড়ার জঙ্গলে প্রায় সাড়ে ১০ হাজার ফুট উচ্চতায় বাঘের দেখা মিলেছিল। এর আগেও বেশ কয়েকবার নেওড়ায় রয়্যাল বেঙ্গলের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। এই প্রথম বর্ষায় নেওড়ায় বাঘের ছবি ধরা পড়ল।
২০১৭ সালের জানুয়ারিতে পেডংয়ের পথে এক গাড়িচালক মোবাইল ফোনের ক্যামেরায় নেওড়ার জঙ্গলে বাঘের ছবি তোলেন। তারপরই হইচই শুরু হয়। বনদপ্তর নেওড়ায় ট্র্যাপ ক্যামেরার সংখ্যা বাড়ায়। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া ছবিতে নেওড়ার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্বের প্রমাণ মিলেছে। ২০১৮ সালের ৫ জানুয়ারি এবং ২০২০ সালের ১৩ জানুয়ারি নেওড়ায় বাঘের দেখা মিলেছিল।