দেশ বিভাগে ফিরে যান

ভারত নিয়ে আবার কী বোমা ফাটাতে চলেছে হিন্ডেনবার্গ সংস্থা? সমাজমাধ্যমে কিসের ইঙ্গিত?

August 10, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা গতবছর বোমা ফাটিয়ে কাঠগড়ায় তোলে আদানি গোষ্ঠীকে। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ করে শোরগোল ফেলে। এরপর ভারতীয় সংস্থা আদানি গ্রুপ বিভিন্ন মহলে প্রশ্নের মুখে পড়ে। এবার সেই হিন্ডেনবার্গ সংস্থা আবার বোমা ফাটানোর ইঙ্গিত দিল।

হিন্ডেনবার্গ সংস্থার এক্স হ্যান্ডেলে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, শীঘ্রই ভারতের বড়সড় কিছু ফাঁস করে দেবে হিন্ডেনবার্গ।

উল্লেখ্য,২০২৩-এর ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ দাবি করে, পরিকল্পনা করে শেয়ার বিক্রি করে আদানি গ্রুপ। কারচুপির অভিযোগ মেলায় চরম অস্বস্তি পড়ে আদানি গ্রুপ। ৮৬বিলিয়ন ডলার শেয়ার পতন হয় সংস্থার। স্টক মার্কেটে জালিয়াতি ও অ্যাকাউন্টিংয়ে গরমিলের অভিযোগ ওঠায় কার্যতঃ ভারতীয় সংস্থা ব্যাকফুটে পড়ে যায়। এমনকি ধনকুবের আদানির মর্যাদাও কমে যায়।২ থেকে ৩৬এ নেমে আসে আদানি গ্রুপ। রাজনৈতিক উদ্দেশ্যেই হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা এই অপবাদ দিচ্ছে বলে গৌতম আদানি দাবি করেন।কেন রিপোর্ট ফাঁস করে হিন্ডেনবার্গ তার জন্য সেই সংস্থাকে শোকজ নোটিশ ধরায় সেবি।ভারতীয় নিয়ামক সংস্থার প্রশ্নের মুখে পড়ে মার্কিন এই সংস্থা। সেবি মোট ৪৬ পাতার শোকজ নোটিশ ধরায়। সেবি তাঁদের রিপোর্টে তুলে ধরে যে, হিন্ডেনবার্গো কিংডন ক্যাপিটেল ম্যানেজমেন্ট গ্রুপ ২০২১-এর মে মাসে নতুন গবেষণা চুক্তিতে জড়িত।তাঁদের মিলিত ভূমিকায় এই বাজারে বেআইনি কাজ হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

প্রকাশিত রিপোর্টে বলা হয়, কিংডন ক্যাপিটাল মাহিন্দ্রা ইনভেস্টমেন্ট লিমিটেডের উল্লেখযোগ্য বিনিয়োগ দেখা গেছে। এমনকি কিংডন ক্যাপিটাল বাজারের অস্থিরতার সুযোগ নেয়। একইসঙ্গে জানা যায়,কিংডন ক্যাপিটাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদানি এন্টারপ্রাইজ লিমিটেডকে ৪৩মিলিয়ন ডলার হস্তান্তর করে বলে অভিযোগ। এই বেআইনি কাজের বিনিময়ে ২২.২৫ মিলিয়ন ডলার মুনাফা লাভ হয় বলেও জানা যায়।আগামীদিনে আদানিকাণ্ডের মতো বড়সড় কিছু কেলেঙ্কারি হিন্ডেনবার্গ প্রকাশ্যে আনবে বলে ইঙ্গিত দিয়েছে।ঠিক কত বড় কেলেঙ্কারি ফাঁস করতে তার বিস্তারিত তথ্য তারা দেয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Adani Group, #hindenburg, #US Short Seller, #India

আরো দেখুন