রাজ্য বিভাগে ফিরে যান

১৫ আগস্ট চার আইপিএস অফিসারকে পুরস্কৃত করবে রাজ্য, জানেন তালিকায় কাদের নাম রয়েছে?

August 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতি বছরের মতোই স্বাধীনতা দিবসে রাজ্যের পুলিশ অফিসারদের পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে সে কথা। দক্ষতার সঙ্গে কাজ করার জন্য ৪ জন আইপিএস অফিসারকে পুলিস মেডেলে পুরস্কৃত করা হবে। আগামী ১৫ অগাস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন এই পুরস্কার তুলে দেওয়া হবে ওই চারজন অফিসারের হাতে।

জানা গিয়েছে, আইপিএস মুকেশ যিনি বর্তমানে সিপি বিধাননগর হিসেবে কর্মরত এবং আভারু রবীন্দ্রনাথ যিনি পশ্চিমবঙ্গের সুরক্ষা বিভাগের ডিআইজি হিসেবে কর্মরত। এই দুই অফিসার অসামান্য পরিষেবা বা আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য মুখ্যমন্ত্রীর পুলিস মেডেল পুরস্কার পাচ্ছেন। এছাড়া রাজ্যপালের বিরুদ্ধে তদন্তকারী অফিসার ইন্দিরা মুখোপাধ্যায় যিনি ডিসি সেন্ট্রাল হিসেবে কমর্রত। আর আইপিএস ধ্রুবজ্যোতি দাস মুখ্যমন্ত্রীর দফতরে এসপি হিসেবে কর্মরত। এই দুই অফিসার পুরস্কার পাচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#state govt, #IPS Officers, #West Bengal

আরো দেখুন