নিট-পিজি’র প্রবেশিকা পরীক্ষা স্থগিত রাখার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডাক্তারির স্নাতকোত্তর স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (নিট-পিজি) স্থগিত রাখার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ নির্ধারিত সূচি অনুযায়ীই হবে নিট-পিজি। এ বিষয়ে চার পরীক্ষার্থীর আর্জি খারিজ করে শুক্রবার শীর্ষ আদালত বলেছে, ‘‘দু’লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া যায় না।’’
নিট-ইউজি নিয়ে ডামাডোলের মধ্যে নিট-পিজি পরীক্ষা একবার পিছিয়ে দেওয়া হয়েছে। এর আগে এই পরীক্ষা হওয়ার কথা ছিল ২৩ জুন (রবিবার)। প্রসঙ্গত, নিট-পিজি আয়োজনের দায়িত্বে রয়েছে ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)।
আবেদনকারীদের তরফে বলা হয়েছিল, অনেক পরীক্ষার্থীর এমন শহরে সিট পড়েছে, যেখানে তাঁদের পক্ষে পৌঁছনো কঠিন। কিন্তু, তাঁদের এই যুক্তি ধোপে টেকেনি। বিচারপতিরা বলেন, পরীক্ষাটি পরিচালনার দায়িত্বে থাকা এনবিইএমএস সুপ্রিম কোর্টকে জানিয়েছে, কোন শহরে পরীক্ষা দিতে হবে, তা পরীক্ষার্থীদের ৩১ জুলাই জানিয়ে দেওয়া হয়েছে। আর সংশ্লিষ্ট শহরের কোন পরীক্ষা কেন্দ্রে সিট পড়েছে, তা বৃহস্পতিবার (৮ আগস্ট) জানানো হয়েছে। এর পরই তাঁরা বলেন, ‘আজকাল সবাই শুধু পরীক্ষা পিছিয়ে দিতে বলে। কিন্তু, আমরা এই ধরনের পরীক্ষা স্থগিত রাখতে পারি কীভাবে?’
প্রসঙ্গত, গত ২৩ জুন নিট-পিজি হওয়ার কথা ছিল দেশ জুড়ে। কিন্তু আচমকাই পরীক্ষার ২৪ ঘণ্টা আগে তা স্থগিত করে দেওয়া হয়। তার পরেই জল্পনা শুরু হয়, প্রশ্ন ফাঁস হওয়ার কারণেই পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত ২৩ জুলাই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির ২০২৪ সালের পরীক্ষা পুরোপুরি বাতিলের আবেদন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট।