পর্যটকদের চাপ সামাল দিতে গরুমারা সাফারিতে বাড়ছে হাতি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গরুমারার জঙ্গলে হাতির পিঠে চেপে গণ্ডার দর্শন। জঙ্গল ভ্রমণের দুর্দান্ত সেই ফিল এবার আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন পুজোয় ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানে বেড়াতে আসা পর্যটকরা। করোনার কারণে দুবছর বন্ধ থাকার পর গত বছর হাতি সাফারি শুরু করে গরুমারা বন্যপ্রাণ বিভাগ। দুটো হাতি দিয়ে চলছিল সাফারি। তাতে পর্যটকদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল।
পুজোয় পর্যটকদের ভিড়ের কথা মাথায় রেখে আরও দু’টি হাতি সাফারিতে যোগ করা হচ্ছে। কোন হাতিকে দিয়ে সাফারি করানো হতে পারে, তা চিহ্নিত করে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর জঙ্গল খুললে ওই দুই হাতিকে দিয়ে কিছুদিন সাফারিতে ট্রায়াল দেওয়া হবে। তারপর পুজোর সময় থেকে পুরোদস্তুর কাজে লাগানো হবে সাফারিতে।
উত্তরবঙ্গের চিফ কনজারভেটর অব ফরেস্ট (ওয়াইল্ড লাইফ) ভাস্কর জে ভি বলেন, এখন গোরুমারায় সাফারির জন্য দু’টি হাতি রয়েছে। পুজোর সময় আমরা আরও দু’টি হাতিকে সাফারিতে যোগ করার চেষ্টা চালাচ্ছি। সেইমতো প্রশিক্ষণ চলছে।