মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের জের, অপসারিত আরজি কর মেডিক্যাল কলেজের সুপার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনকে কেন্দ্র করে উত্তাল রাজ্য। এবার স্বাস্থ্য দপ্তর তরফে সরিয়ে দেওয়া হল আরজি কর মেডিক্যাল কলেজের সুপারকে। দায়িত্বে ছিলেন চিকিৎসক সঞ্জয় বশিষ্ঠ। তাঁর জায়গায় হাসপাতালের ডিন বুলবুল মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হল। যুবতী-চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে সুপারকে সরানোর দাবি উঠেছিল। ঘটনার দু-দিন পর স্বাস্থ্য দপ্তর সুপারকে অপসারণের নির্দেশিকা জারি করল।
হাসপাতালের বর্তমান ডিন বুলবুল, সুপারের পদে এলেন। ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির সদস্য বুলবুল। অন্যদিকে, সঞ্জয়কে ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যাপক হিসাবে পাঠানো হয়েছে।
আরজি কর হাসপাতালের সমস্ত চিকিৎসক ও অচিকিৎসক কর্মীদের ছুটি বাতিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরজি কর কর্তৃপক্ষ জানিয়েছে, আগে থেকে যাঁদের ছুটি অনুমোদিত, তাঁদের আপাতত ছুটি বাতিল করে কাজে যোগ দিতে হবে না।