রবি ঠাকুরের সহজ পাঠের বাস্তব রূপায়ণে পুরুলিয়া, কী পদক্ষেপ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ মঙ্গলবার। পাড়ার জঙ্গল সাফ করবার দিন।…রবি ঠাকুরে এ সৃষ্টিকে হাতিয়ার করে মডেল গ্রাম গড়ার উদ্যোগ নিয়েছে পুরুলিয়া। রবি ঠাকুরের সহজ পাঠের মতোই এবার থেকে প্রতি মঙ্গলবার পুরুলিয়ার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, নিজেদের ক্যাম্পাসের জঙ্গল পরিষ্কার করবে। সুন্দর গ্রাম তৈরির সচেতনতামূলক কর্মসূচিতে মডেল গ্রাম তৈরির পরিকল্পনা নিয়েছে পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য সেল। একটি থিম সঙও বানানো হয়েছে। ব্লকের সামগ্রিক কাজের নিরিখে প্রতি মাসে পুরস্কারও দেওয়া হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতিকে থিম করে স্কুল, ব্লক ও জেলাস্তরে বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করছে পুরুলিয়া জেলা পরিষদ।
চলতি আগস্টের ১৩ তারিখ থেকে কর্মসূচি শুরু হবে। পুরুলিয়া এক নম্বর ব্লকে ওই দিন সকাল সাড়ে দশটায় জেলাস্তরের মূল অনুষ্ঠানটি হবে। গোটা বছর যাবৎ কর্মসূচি সফল করতে জেলার ব্লকগুলিতে প্রস্তুতি বৈঠক করছেন বিডিওরা। যার মূল লক্ষ্য হল মডেল গ্রাম। পুরুলিয়ায় ২,৫১৪ টি গ্রাম রয়েছে। তার মধ্যে মডেল হয়েছে ৮৪৮ টি। আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাকি ১ হাজার ৬৬৬ টি মডেল গ্রাম গড়ে তুলতে পুরুলিয়া জেলা পরিষদ উদ্যোগ নিয়েছে।
মডেল গ্রাম গড়ার নিরিখে রাজ্যে পুরুলিয়ার স্থান পাঁচ নম্বরে। মডেল গ্রাম তৈরিতে পুরুলিয়ার লোক শিল্পকে ব্যবহার করা হচ্ছে, ছৌ, ঝুমুর, পুতুল নাচ, মানব পুতুল নাটক, পথনাটক ইত্যাদি। স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতিকেও জেলা প্রশাসন মডেল গ্রাম গড়ার লক্ষ্যে কাজে লাগাবে। এখন পুরুলিয়ার অবস্থান অনেকটাই উজ্জ্বল। রাজ্যে পালাবদলের পর থেকেই গতি পেয়েছে পুরুলিয়ার উন্নয়ন।